জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে শোক র্যালী।
হুমায়ুন কবির/ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে ও সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায়।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, নান্দাইল উপজেলা শাখার আয়োজনে এক শোক র্যালীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, নান্দাইল উপজেলা শাখার সভাপতি হাসিম উদ্দিনের সভাপতিত্বে (১৮ জুলাই) শুক্রবার বিকাল ৫ ঘটিকায় উক্ত শোক র্যালীটিতে অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালীটিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল ও নান্দাইল উপজেলা শাখার বিভিন্ন পদে পদায়িত সাংগঠনিক নেতৃবৃন্দ। অত্যন্ত ভাবগাম্ভীর্যের ভিতর দিয়ে শোক র্যালীটি সরকারি শহীদ স্মৃতি কলেজের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোক র্যালীর মধ্য দিয়ে জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের প্রতি গভীর শোক প্রকাশসহ সম্মান প্রদর্শন করা হয়।