সাখাওয়াত হাসান বিজয় প্রভাতী বাংলাদেশ
রাজশাহী জেলা ,দুর্গাপুর থানার ৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনাবা মোছাঃ রূপালী বেগম। দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানের, পরিচালনা করেন:
মোঃ জয়নাল আবেদীন। সভাপতি, কৃষক দল।
৭নং জয়নগর, ইউনিয়ন পরিষদ।
দুর্গাপুর ,রাজশাহী।
বক্তবে বলেন:
চেয়ারম্যানের চিয়ার নিয়ে অনেক চক্রান্ত চলছে আমরা ৭নং জয়নগর, ইউনিয়নে নয়টি ওয়াড থেকে ১৯ টি গ্রাম থেকে শতা ধিক বিএমপি উপস্থিত হয়েছি সম্মনে যাগাই সম্মন দিয়ে গেলাম হাই কোটের নিদেশ উনুযায়ে আগামী দিনে যদি কোনো বাধা আসে তাহলে সেই বাধার মোকাবিলা আপনাদের করতে হবে।
আমি কৃষক দলের পক্ষ থেকে এবং শতাধিক করমি নিয়ে হাই কোটকে সম্মন দিয়ে আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ রূপালী বেগমকে চেয়ারম্যানের দায়িত্ব বসিয়ে গেলাম।
বক্তবের শেষে সবার জন্য দয়া ও মনাযাদ করে মিষ্টি বিতরন করে জাতীয়তা বাদি কৃষক দলের পক্ষ থেকে।