সাংবাদিক সংস্থা বদলগাছীর সংশোধিত নতুন কার্যকরী কমিটি; সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ফিরোজ
মোঃ ফরহাদ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার স্বনামধন্য সাংবাদিক সংগঠন সাংবাদিক সংস্থা বদলগাছী'র সংশোধিত দ্বি-বার্ষিক চূড়ান্ত কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম (গণ সংবাদ ও ডেইলি ট্রাইবুনাল) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ফিরোজ হোসেন (দৈনিক গণ মুক্তি)।
অদ্য (১৮ জুলাই, শুক্রবার) সকাল ১০টায় সংস্থার কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় নতুন সংশোধিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংস্থার সহ-সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত কমিটি পুনরায় বিলুপ্ত ঘোষণা করে গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়।
ঘোষিত ১১ সদস্যবিশিষ্ট চূড়ান্ত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি মো. ফারুক হোসেন (রাজশাহী সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন (দৈনিক প্রভাতী বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ আশিক (আই নিউজ বিডি ও আজকের প্রসঙ্গ), অর্থ সম্পাদক মো. রুবেল হোসেন (যমুনা টাইমস২৪.কম), দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার ক্রীড়া সম্পাদক মো. পিন্টু হোসেন (দৈনিক গণ তদন্ত), নির্বাহী সদস্য আব্দুর রউফ (বাংলাদেশ বার্তা), নির্বাহী সদস্য আবু হোসেন (গণ সংবাদ), সাধারণ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী (আমার সংবাদ)।
এছাড়াও মো. মিঠু হাসান (দৈনিক মানব কণ্ঠ ও অনলাইন), মো. আবু রায়হান (দৈনিক মানব জমিন ও বিজয় টিভি), মাহবুব আহসান হাবিব শিপলু (দৈনিক সবুজ বাংলা), গোলাম সারোয়ার (দৈনিক আলোকিত সকাল)। তারা সাধারণ সদস্য হিসেবে সংস্থার কার্যক্রমে সম্পৃক্ত থাকবেন।
আলোচনা সভায় বক্তারা নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটির নেতৃত্বে সাংবাদিক সংস্থা বদলগাছী আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে। বক্তারা সংগঠনের ঐতিহ্য ধরে রেখে পেশাদারিত্ব, নৈতিকতা ও ঐক্যবদ্ধ চেতনায় কাজ করার আহ্বান জানান।