সাংবাদিকতা না শিখে কাঁদা ছোড়াছুড়ি করে লাভ কী?
মোহাম্মদ মাহিদুল হাসান সরকার মাহি-( বি সি-পি -সি)
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি- চট্টগ্রাম
একজন সাংবাদিক যেকোনো রাজনৈতিক দলের নেতা,সরকারি আমলা,ভালো মানুষ, চোর, পকেটমার, লুচ্চা, গুন্ডাসহ বিভিন্ন শ্রেনীর অপরাধীর কাছেও তথ্য চাইতে পারে—এটাই তার পেশাগত অধিকার।
অন্য সাংবাদিক তাকে ভিডিও করে ট্রল করা,এটা সাংবাদিকতার পরিচয় নয়।
প্রকৃত সাংবাদিক কোনো দলের, গোষ্ঠীর বা ব্যক্তির কেনা গোলাম নয়—সে দেশ ও জনগণের।
চামচামি করতে হলে সাংবাদিকতা ছেড়ে দিন।
বিগত দিনে যারা সাংবাদিকতার নামে দলীয় পদ-পদবী নিয়েছেন, তারা আজ কর্মফল ভোগ করছেন—আগামীতেও সেইম একদল ক্ষমতায় যাবে অন্য দলের হবে।
মনে রাখবেন, কর্মফল ভয়ানক জিনিস।
#সাংবাদিকতা #নিরপেক্ষতা #সত্যকথা #চামচামিবন্ধহোক #সংগঠন_নীরব_কেন #পেশাগত_অধিকার