ফেনী শহরের মুক্ত বাজার অবৈধ দখল মুক্ত সরকারি খাস জমি উদ্ধার।
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
ফেনী পৌরসভার মুক্তবাজার (থানা পুকুরের অপোজিটে) নামক স্থানে আজ ও গতকাল পরপর দুইদিন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০৯.৬০ শতক খাসজমি উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য প্রায় দশ (১০) কোটি টাকা।
অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। খাস জমি ও সরকারি জমি
উদ্ধারে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। বিভিন্ন ইস্যু তৈরী করে সরকারি কাজকে অহেতুক প্রলম্বিত করার চেষ্টা করলে ভূমি অপরাধ
প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
খাস জমি ও সরকারি জমি উদ্ধারে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে
জানান, সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা সজীব তালুকদার। অভিযানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সহযোগিতা করেন বলে তিনি জানান।