সাখাওয়াত হাসান বিজয় প্রভাতী বাংলাদেশ
গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য প্রাণ দেওয়া শহীদদের স্মরণে রাজশাহীতে মৌন মিছিল ও স্মরণসভা করেছে জাতীয়তাবাদী কৃষকদল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) বিকেলে এ কর্মসূচি পালন করে জেলা কৃষকদল।
বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বাটার মোড় থেকে শোকের প্রতীক কালো ব্যানার ও প্ল্যাকার্ড হাতে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার বড় মসজিদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা দেশের মানুষকে ভোট ও অধিকার ফিরিয়ে দিতে জীবন উৎসর্গ করেছেন। তাদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো রাজপথ ছাড়বে না।