গজারিয়ায় আঞ্চলিক বাজারে এলোপাতাড়ি গুলি*বর্ষণ, স্কুল শিক্ষকসহ আ*হত ৪
মো রাসেল সরকার
গজারিয়া উপজেলা
প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি আঞ্চলিক বাজারে সকালের ব্যস্ত সময়ে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে স্কুল শিক্ষকসহ অন্তত চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন ইমামপুর ইউনিয়নের বাসিন্দা স্কুল শিক্ষক মো. আল আমিন ও আব্দুল বাসেদ। বাকি দু’জন মাছ ব্যবসায়ী হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি বাজারে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। বাজারের উত্তর-পূর্ব পাশে একটি সেতুর প্রান্তে দাঁড়িয়ে বাঘাইয়াকান্দি কলিমউল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাছ বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জৈষ্ঠীতলা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আব্দুল মান্নান ওরফে ‘শ্যুটার মান্নান’ (৪০) বাজারে আধিপত্য বিস্তার ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এই হামলা চালায়। গুলির শব্দে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে আরও কয়েকজন সামান্য আহত হন।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার আলম আজাদ জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টগান জাতীয় কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে