সাবেক চেয়ানম্যান পুত্র বাহাদুরের বি*রোদ্ধে ধর্ষ*ন চেষ্টার অভি*যোগ
এম কে হাসান
বিশেষ প্রতিবেদক
কক্সবাজার
ছন্দনাম হোসনা, বয়স ১৫ বছর, পিতা আবুল কাশেম, চরপাড়া ঈদগড়, রামু, কক্সবাজার, চিকিৎসা নিতে গিয়ে ধর্ষন চেষ্টার স্বীকার বলে জানান ভুক্তভোগী নিজে, সে জানান আমি অসুস্থ থাকাতে আগের মতো আমার প্রতিবেশি ছোটবোনকে নিয়ে গ্রাম ডাক্তার বাহাদুর শাহ এর ফার্মেসীতে যাই রক্তের ইনজেকশন দেওয়ার জন্য তখন ডাক্তার বাহাদুর আমাকে একটা ইনজেকশন প্রয়োগ করলে আমি আস্তে আস্তে জ্ঞান হারাতে থাকি, আমার যতটুকু জ্ঞানছিল তখন সে আমার পরনের কাপড় খোলা শুরু করে এরপর আমি জ্ঞান হারালে আর কিছু বলতে পারি না, জ্ঞান ফেরার পর দেখতেছি, উনি আমার মাথা একপাশে ফিরিয়ে দিচ্ছে এবং আমি সুস্থবোধ করলে আমাকে বাসায় পাঠিয়ে দেয়, ভূক্তভোগীর মায়ের সাথে কথা বলে জানা গেছে যে, মেয়ের বাবা না থাকায় অন্যান্য দিনের মতো সে শ্রমিকের কাজে চলে যায় । ঘটনা টি ঘটেছে রোববার সকাল ৯ টায় ঈদগড় বাজারস্থ গ্রাম ডাক্তার বাহাদুর শাহ এর ফার্মেসীতে, ছন্দনাম হোসনা জানান সে রক্তের জীবাণু ইনজেকশন দিতে গিয়ে ছিলাম আমি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পড়ি ।
ভূক্তভোগীর মা আরো জানান আমরা প্রথমে এ বিষয়টা ঈদগড় বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা জানালে সে আমাদের কে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন ।
এ ব্যাপারে কথা বলার জন্য এ ঈদগড় বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদার ব্যবহৃত ০১৮৩৬###৯২৭ নম্বরে কথা বলে এ প্রতিবেদক, নুরুল হুদা জানান এটা সংবেদনশীল বিষয় তাই তাদের কে আইনের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি এতটুকু, পবর্তীতে কি হয়েছে আমি বিস্তারিত জানিনা ।
এ ব্যাপারে কথা বলার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিনের ব্যবহৃত ০১৮৭১###৫২৫ ফোন করলে উনি বলেন আমি এলাকার বাইরে থাকার কারণে এই বিষয় সম্পর্কে কোন কিছু জানেনা বলে জানান ।
এ ব্যাপারে কথা বলার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের প্রশাসক ও উপজেলা ভূমি কর্মকর্তা সাজ্জাতুল রাতুল এর ব্যবহৃত ০১৭২২###২০৪ ফোন করলে উনি বলেন বিষয়টা উনি জানেনা এবং স্থানীয়ভাবে কারো কাছ থেকে শুনেও নাই, জানলে যাচাই করে ব্যবস্থা গ্রহন করা হবে।
ঘটনার আদ্যোপান্ত জানতে এ প্রতিবেদক কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওসিসি সেন্টারে দায়িত্বরত পুলিশ পরিদর্শক কামাল হোসেন এর সাথে কথা বলেন, তিনি জানান ভিকটিমের সোয়াব টেষ্ট ও এর কাপড় সহ আমরা কিছু নমুনা সংগ্রহ করে রেখেছি পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে বিস্তারিত ।
গ্রাম ডাক্তার বাহাদুর শাহ এর ছোট ভাই পল্লী চিকিৎসক তৌহিদ এর ০১৮৮৪###৫৩০ নং এ ফোন করে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমার ভাই আগামীতে চেয়ারম্যান পদে নির্বাচনে দাড়ানোর কারণে কথা ঘোষনা করায় রাজনৈতিক প্রতিপক্ষ উক্ত মেযেটাকে হাতিয়ার করে তাদের রাস্তা পরিস্কার করেতেছে বলে জানান, জামায়াত ও আওয়ামী লীগের দুইজন সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থীরা যৌথ ভাবে এঘটনার পিছনে কলকাটি নাড়তেছে বলে জানান । এই প্রতিবেদক কে অভিযুক্তের ভাই নিউজ না করার জন্য অনেক অনুনয় বিনয় করেন এবং কৌশলে লেনদেনের প্রস্তাব দেন ।এই ঘটনার পর থেকে অভিযুক্ত গ্রাম ডাক্তার বাহাদুর শাহ পলাতক রয়েছেন ।
এদিকে ভূক্তভোগী মা খতিজা বেগম রামু থানায় এ বিষয়ে সঠিক বিচারের আশায় আজ (১৬/৭/২০২৫) তারিখে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন যার মামলা নং- ৩৬ । যার কপি প্রতিবেদকের হাতে সংরক্ষিত রয়েছেন ।