আব্দুল্লাহ (আল-মামুন)
কক্সবাজার জেলার চকরিয়া থানার টুরিস্ট পুলিশের স্ত্রীকে ধর্ষণকারী সেই জঘন্য ধর্শককে ১৬ই জুলাই দিনগত রাতে এক বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে ।
সূত্রে জানা যায়, সেই ধর্ষণের ঘটনার অল্প কিছুক্ষণ পরপরই পুলিশের একাধিক দল এই অভিযান পরিচালনা করেন এবং অভিযানকারী টিম ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন ২৫ জন কে আটক করে এদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন । দীর্ঘক্ষণ জেরা করার পর এই যুবক ধর্ষণের বিষয়টি স্বীকার করেন ।
চকরিয়া থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে এবং ধর্ষকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
সূত্রে জানা যায়, দর্শনকারীকে আজ ১৭ ই জুলাই (বৃহস্পতি বার) চকরিয়া আদালতে তোলা হবে । পূর্ণ তদন্তের স্বার্থে ধর্ষণকারীর নাম ও পরিচয় এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি ।