কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভি*যানে ১৫ হাজার ৫০০ টাকা জরি*মানা
প্রতিনিধি:মহিউদ্দীন কুতুবী, উপজেলা কুতুবদিয়া, জেলা কক্সবাজার।
দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সড়ক নিরাপত্তা ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।
বুধবার (১৬ জুলাই ২০২৫) দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ও লেমশীখালী এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদাত হোসেন। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরমান হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিমের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মোট ১০টি মামলায় ১৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মূলত সিএনজি ও মোটরসাইকেল চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং হেলমেট ব্যবহার না করায় ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৬৬, ৯২(১), ৯২(২) ধারা এবং ‘ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯’-এর আওতায় এই জরিমানা করা হয়।
প্রশাসন জানান,জনস্বার্থে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।