কুতুবদিয়ায় ওয়ারে*ন্টভুক্ত ২ আসা*মি গ্রেফ*তার
প্রতিনিধি: মহিউদ্দীন কুতুবী, উপজেলা কুতুবদিয়া, জেলা কক্সবাজার।
দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দুই পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় ওয়ারেন্ট তামিল সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মধ্যম অমজাখালী এলাকা থেকে সিআর নং-১৫২/২৫ এবং সিআর নং-১৪/২৪, ধারা- ৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড ১৮৬০ এর পলাতক আসামি দেলোয়ার হোসেন (৩৩) (পিতা- আবু তালেক মাঝি) কে গ্রেফতার করা হয়।
অপরদিকে, একইদিন আলী আকবর ডেইল ইউনিয়নের নাছিয়ার পাড়া এলাকা থেকে সিআর নং-১৯৬/২৫, ধারা- যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারায় পলাতক আসামি ছায়েম উদ্দিন (পিতা- মৃত শামসুল আলম) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ওয়ারেন্ট তামিল সংক্রান্ত এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।