এখনও বিতরণ হচ্ছে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার
এম কে হাসান
বিশেষ প্রতিবেদক
কক্সবাজার
গণঅভূখ্যানে দেশ ছেড়ে পালিয়ে গেছে এক বছর হতে চলল, এখনও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয় সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার বিতরণ করতেছে, এতে করে স্থানীয় পর্যায়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া, গত সপ্তাহে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের বন্যা কবলিত মানুষের মাঝে বিতরন করা হয় সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার ষ্টিকার সম্বলিত ত্রাণের প্যাকেট, এতে করে ফুসেঁ উঠেছে জনগণ । এ ব্যাপারে কথা বলতে চাইলে সেন্টমার্টিন ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় ইসলামিক রির্সাস সেন্টার এর শিক্ষক মাওলানা আবু তাহের বলেন পলাতক প্রধানমন্ত্রীর উপহার তো জনগণ চায় না, এ ধরনের একটা ঘটনা এই বিচ্ছিন্ন দ্বীপে এ ঘটিয়েছে যাতে করে ২৪ এর সকল যোদ্ধাদের অবমাননা করা হলেও কোন ধরনের প্রতিবাদ বা ক্ষোভ দ্বীপের বাইরে ছড়িয়ে পড়তে না পারে ।
এ বিষয়ে জানার জন্য সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম এর ব্যবহৃত ০১৮৮১###৭৫০ নং এ ফোন করলে বলেন, আমার ইউনিয়নে ১০০ প্যাকেট বিতরণ করা হয়েছে, এগুলো আমরা প্যাকেট খোলে দেখি নাই তাই এটা হয়েছে, এর বাইরে আমি আর কিছু জানিনা বলে ফোনের লাইন কেটে দেন এবং পরবর্তীতে অনেক চেষ্টা করেও তার আর কোন বক্তব্য নেয়া সম্ভব হয় নাই ।
সেন্টমার্টিন ইউনিয়নের মুদি দোকানদার মোহাম্মদ আমিন বলেন প্রকৃত ভূক্তভোগিরা ত্রাণ পায় নাই ত্রাণ পেয়েছে যাদের সাথে চেয়ারম্যান মেম্বারের সম্পর্ক ভালো তারা, এতে করে বৈষম্য বৈষম্যই থেকে গেল, তাহলে ২০২৪ সালে এত যুদ্ধ কি জন্য করা হল।
টেকনাফ উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান এর ব্যবহৃত ০১৮৭৫###১১৬ মোবাইল নং এ যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা আপনার যা জানার ইউএনও স্যারের কাছ থেকে জানেন আমি কিছু বলতে পারব না ।
টেকনাফ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন এর ব্যবহৃত ০১৮৫১###৯৬৬ নং এ ফোন না ধরায় হোয়াটঅ্যাপে ক্ষুদে বার্তা দিয়ে ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও কোন প্রতিউত্তর দেয় নাই ।