মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
আবদাল মিয়া, মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানবাধিকার অঙ্গনে আরো বিশাল পরিসরে কাজ করার উদ্দেশ্যে বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় কর্মীরা মিলেমিশে মঙ্গলবার (১৫ জুলাই)রাত ৯টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ একটি অভিজাত হোটেলের পার্টি সেন্টারে মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত সংগঠনের সভাপতি আমজাদ হোসেন বাচ্চু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইদুল ইসলাম সবুজ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতি ও আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক আনিছুল ইসলাম আশরাফী,গোলাম রহমান মামুন,মোঃ এহসানুল হক, মোঃ ফখরুল আহমেদ ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর সভাপতি ফারুক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ঝলক দত্ত, কামরুজ্জামান শিফন,আশিকুর রহমান সুজন,মোঃ আবু হানিফ,শাহ্ মসুদ আহমেদ,মোঃ আমজাদ হোসেন,ফুয়াদ চৌধুরী (সাজিম),এম এ করিম,মোঃ এখলাছ তরফদার,মুহিবুর রহমান জুয়েল, জয়নাল আবেদীন, মোহাম্মদ আল-আমিন ও রবি উদ্দিন রবি প্রমুখ।
এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের নির্বাহী সদস্য আল আমিন,অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির আহমেদ।
অনুষ্ঠানের বক্তারা ঐক্যের উপরে জোরদার বক্তব্য রাখেন, এ সময় আমার সিলেট সম্পাদক আনিসুল ইসলাম আশরাফী তার বক্তব্যে বলেন, পূর্ববর্তী বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন ঐক্যের কোন বিকল্প নেই তার সাথে সাথে মানবাধিকার কর্মীদেরকে মানুষের অধিকার নিয়ে কথা বলতে হবে, মানুষের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানো থেকে মুক্ত থাকতে হবে, সাথে সাথে সত্য বলার অভ্যাস গড়ে তুলতে হবে, মিথ্যা এমন একটি বিষয় যা মানুষকে মানবাধিকার লঙ্ঘন করতে সাহায্য করে আসুন আমরা সত্য বলার অভ্যাস করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করি কতটা সত্য বলেছি কতটা মিথ্যা বলেছি, কারন আজ যদি আমি মিথ্যা বলি আমার পাশের লোকটি কাল আরো একটি মিথ্যা শিখবে, এভাবে ক্রমান্বয়ে মিথ্যাচারে অভ্যস্ত হয়ে গেলে মানবাধিকার এ কাজ করা কঠিন। একজন মানবাধিকার কর্মী মিথ্যা বলতে পারেন না, তাকে সব সময় সত্য বলার অভ্যাস গড়ে তুলতে হবে।
এর ছাড়া ও বক্তব্য রাখেন সাংবাদিক ইসমাইল মাহমুদ,আব্দুল মজিদ,এহসান মুজাহির, সবুজ আহমদ, ফারুক খানসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য বিগত ৩০ জুন, শ্রীমঙ্গল উপজেলায় একটিভ মানবাধিকার সংগঠনের সদস্যদের নিয়ে ২১ সদস্য বিশিষ্ট ২ (দুই) বছর মেয়াদী পুর্ণাঙ্গ কমিঠি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।