মাদারীপুরে এতিমখানায়, দরগা শরীফে দুদকের অভিযান।
জহিরুল ইসলাম হৃদয়
মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুরের ঐতিহাসিক শাহ্ মাদার দরগা শরীফে, ২০১৯ সাল থেকে গত ৬ বছরে ৪০ জন এতিমকে ১৪৫ এতিম দেখিয়ে, ২ কোটি ৮লক্ষ টাকা উত্তোলন করায় দুদকের অভিযান পরিচালনা করা হয়েছে।
১৫ জুলাই দুপুরে মাদারীপুর শাহ্ মাদার দরগা শরীফ এতিমখানায় এই অভিযান পরিচালনা করেন,
মাদারীপুর দুদক কার্যালয়ের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান ও উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপুসহ দুদকের টিম।
এ সময় অভিযুক্ত মাওলানা শরীফ মোহাম্মদ আলামীনও উপস্থিত ছিলেন।
এছাড়াও হযরত শাহ্ মাদার দরগা শরীফ আলিয়া মাদ্রাসার বর্তমান সুপারের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত করা হয়।
মাদারীপুর দুদক কার্যালয়ের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, প্রধান কার্যালয়ের অনুমতিতে আমাদের দুর্নীতি দমন কমিশনের অভিযান পরিচালনা করা হয়।
এবং অভিযানে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে।
মাদারীপুরের ঐতিহ্যবাহী শাহ্ মাদার দরগা শরীফে ২০১৯ সাল থেকে গত ৬ বছরের ২ হাজার টাকা জন প্রতি ৪০ জন এতিমের স্থানে ১৪৫ এতিম দেখিয়ে ২ কোটি ৮ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে।
এবং নয় ছয় দেখিয়ে, এই ঐতিহ্যবাহী এতিমখানায় তেমন কোন উন্নয়নের ছোঁয়া নেই, আমরা সেটা পরিদর্শন করে দেখতে পেয়েছি, এছাড়া এতিমখানার সুপার আল-আমীন এর বিরুদ্ধে এফ ডি আর এর টাকা জালিয়াতির মাধ্যমে তুলে ফেলার অভিযোগ রয়েছে, সেটাও আমরা রেকর্ডপত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।
এছাড়া ঐতিহ্যবাহী দরগা শরীফের অনিয়ম দুর্নীতির দেখে আমরা সহ মাদারীপুরবাসী অবাক ও হতাশ।
তাই এর সাথে যারা জড়িত তাদের দুর্নীতি দমন কমিশনের আইনে ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এবং আমরা সেই মোতাবেক কমিশনে প্রতিবেদন পাঠাবো।