ভালুকায় বিক্ষোভ মিছিল: অপপ্রচারের প্রতিবাদ
বিশেষ প্রতিনিধি: পুলক শেখ, ভালুকা, ময়মনসিংহ
১৬ জুলাই ২০২৫, বুধবার
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে এই মিছিল হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও শত শত নেতাকর্মী এতে অংশ নেন।
মিছিলটি ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নতুন বাসস্ট্যান্ড হয়ে উপজেলা দলীয় কার্যালয়ে শেষ হয়। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশে মোর্শেদ আলম বলেন, “আমরা সুষ্ঠু নির্বাচন চাই এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।” ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাচন বিলম্বিত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।”
ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান বলেন, “জনগণের পাশে আছি।” এতে উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, শ্রমিক দল, পৌর মহিলা দল, উপজেলা মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি সাংগঠনিক ঐক্য প্রকাশ করে।