বাংলাদেশ এখন এক সংকট ময় সময় পার করছে আপনার কাঁদা ছুড়াছুড়ি বন্দ করুন।
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি।
বি এন পি এবং জামায়াতের প্রতি,
এ বি পাটির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু বলেন,
বি এন পি, জামায়াত যেভাবে পরস্পরের প্রতি কাঁদা ছুড়াছুড়ি করছে ক্ষমতায় যাওয়ার ক্ষুদ্র স্বার্থ প্ররিত্যাগ করে, বৃহত স্বার্থ ভারতের আধিপত্য থেকে দেশ কে মুক্ত করা, দারিদ্র বিমোচন করা এবং জনগনকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সবাই ঐক্য বদ্ধ থাকুন। না হয় বাংলাদেশ এক মহা সংকটে পড়বে।আর সে জন্য আপনার দায়ী থাকবেন।