বলদিয়ায় ইউনিয়ন পরিষদ ও যুব সংগঠনের সংযোগ স্থাপনে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রতিনিধি আব্দুল ওয়াহাব।
আজ (১৫) জুলাই রোজ মঙ্গলবার দুপুরে বলদিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউ পি সদস্য ও দঃবলদিয়া রাঙ্গালীর কুটি মিতালী যুব সংঘের সদস্য নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ ও যুব সংগঠনের সংযোগ স্থাপন ও জুলাই(২০২৫) অর্থ বছর থেকে জুন(২০২৬) অর্থ বছর প্রর্যন্ত যৌথ কর্মপরিকল্পনা তৈরি করা হয় । যৌথ কর্মপরিকল্পনা সহযোগিতা করেন মহিদেব যুব সমাজ কল্যান সমিতি। উক্ত মিটিংয়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন, জনাব মোঃ মুজাম্মেল হক, চেয়ারম্যান, ৮ নং বলদিয়া ইউনিয়ন পরিষদ। উপদেশ মুলক বক্তব্য রাখেন, জনাব মোঃ সিদ্দিক আলী, প্যানেল চেয়ারম্যান, ৮নং বলদিয়া ইউনিয়ন পরিষদ। দিক নির্দেশনা বিষয়ে বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুর রাজ্জাক (প্রভাষক), ইউ পি সদস্য, ৭নং ওয়ার্ড বলদিয়া। যুব সংগঠনের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক, দঃবলদিয়া মিতালী যুব সংঘ। আরও বক্তব্য রাখেন, জনাব মোঃ ফুল মিয়া, ফ্যাসিলেটর,মহিদেব যুব সমাজ কল্যান সমিতি। আরও বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ডের ইউ পি সদস্য বৃন্দু। আলোচনা শেষে ইউনিয়ন পরিষদ ও যুব সংগঠনের বার্ষিক কর্মপরিকল্পনাটি সকলে মিলে তৈরি করা হল। অবশেষে চেয়াম্যান সাহেব ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও যুব সংগঠনের সকল সদস্য মিলে ইউনিয়নের সামাজিক সেচ্ছাসেবী কাজ করার জন্য অনুরোধ করেন।