পত্নীতলা ব্যাটালিয়নের অভি*যানে বিপুল পরিমাণ মাদ*কদ্রব্য উ*দ্ধার
মোঃ সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার (নওগাঁ):
নওগাঁ জেলাধীন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অভিযানে জয়পুরহাট সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেন।
আজ বুধবার (১৬ জুলাই) ভোরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ পাগলা দেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল হামিদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সীমান্ত পিলার ২৭২/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তমাবাদ মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিল নেশাজাতীয় কফ সিরাপ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে মাদক ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান রোধে বিজিবির সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।