এনসিপির নেতাকর্মীদের উপর হাম*লার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ-প্রতিবাদ।
জহিরুল ইসলাম হৃদয়
মাদারীপুর জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের লেকেরপাড়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতাকর্মীরা।
এসময় আরো বলেন দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।
এদিকে পূর্ব ঘোষিত অনুষ্ঠান হিসেবে মাদারীপুরে দুপুর তিনটায় উপস্থিত থাকার কথা ছিল এনসিপির কেন্দ্রীয় নেতাদের, হামলার ঘটনায় পরিবর্তণ হয় সভাসমাবেশের, স্থাগীত করেন সমাবেশ ।