মাটির রাস্তায় দুর্ভোগ চরমে, জামালপুরের রশিদপুরে জনজীবন বিপর্যস্ত
মোঃ আনোয়ার হোসাইন বিশেষ প্রতিনিধি জামালপুর।
১৫ই জুলাই ২০২৫ ইং জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পাগলার মোড় থেকে গাধা খালি ঈদগা মাঠ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তা এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে, যার ফলে এলাকার হাজার হাজার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে রাস্তাটি কাঁচা থাকায় জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে বর্ষাকালে এই দুর্ভোগ চরমে পৌঁছায়। পায়ে হেঁটে চলাচল তো দূরের কথা, রিকশা, ভ্যান বা অন্য কোনো যানবাহন চলাচলও অসম্ভব হয়ে পড়ে। শিক্ষার্থীরা সময় মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারছে না, অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে গিয়েও পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। কৃষিপণ্য পরিবহনেও কৃষকদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, যার ফলে পণ্যের দাম বাড়ছে এবং কৃষকরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের কাছে রাস্তাটি পাকা করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি পাকা করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে।
ছবিতে: রশিদপুর ইউনিয়নের কাঁচা রাস্তার বর্তমান চিত্র, যা এলাকাবাসীর দুর্ভোগের প্রতীক।