নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে সিএনজি চালকের মর*দেহ উ*দ্ধার
হেলাল উদ্দিন উপজেলা প্রতিনিধি নালিতাবাড়ী
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর থানা ঘাট এলাকা থেকে হুমায়ুন মিয়া (৩৫) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের আমবাগান মহল্লার থানা ঘাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হুমায়ুন মিয়া শেরপুরের নকলা উপজেলার ধুকুরিয়া গ্রামের ফুল মাহমুদের ছেলে। তিনি পরিবার নিয়ে নালিতাবাড়ী পৌর এলাকার গড়েরগাঁও এলাকায় বসবাস করতেন।
এর আগে, দুপুরে আড়াইআনী বাজার ঘাট সংলগ্ন ভোগাই নদীতে ভাসমান অবস্থায় দুমড়ে-মুচড়ে যাওয়া একটি সিএনজি উদ্ধার করে পুলিশ। সিএনজি’র রেজিস্ট্রেশন নম্বর ছিল ময়মনসিংহ থ-১১-৩৮৯৯। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সকালে ভাসমান অবস্থায় সিএনজি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।
পরে তদন্তে জানা যায়, চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকার একটি পাকা রাস্তা সরাসরি নদীর মধ্যে চলে গেছে। ধারণা করা হচ্ছে, রাস্তাটি আগে থেকে চেনা না থাকায় হুমায়ুন রাতে অন্ধকারে সোজা চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। ফলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে এবং ভাটির দিকে ভেসে গিয়ে মরদেহটি পরে উদ্ধার করা হয়।
মরদেহে দুর্ঘটনার আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী ঝর্ণা খাতুন জানান, গত শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে হুমায়ুন সিএনজি নিয়ে বাসা থেকে বের হন। এরপর রোববার বিকেলে একবার ফোনে কথা হয়েছিল, তখন তিনি নকলা এলাকায় ছিলেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত চালক ও তার সিএনজি উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”