ধামইরহাটে উপজেলা বিএনপি’র নির্বাচন উপলক্ষে ভোটারদের সঙ্গে প্রার্থীদের মত বিনিময়
মোঃ সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার (নওগগাঁ)
নওগাঁর ধামইরহাটে উপজেলা বিএনপি’র আগামী ১৯-০৭-২০২৫ ইং নির্বাচন উপলক্ষে ভোটারদের সঙ্গে প্রার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার আড়ানগর ইউনিয়নের ফতেপুর বাজার, ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ছাত্রনেতা মনসুর আলীর সঞ্চালনায় ভোটারদের সঙ্গে মতবিনিময় হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি পদপ্রার্থী এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ্ব হানজালা, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, শামীম কবির মিল্টন, সাংগঠনিক পদপ্রার্থী তরিকুল ইসলাম রাঙ্গা। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি জনাব শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম। নওগাঁ জেলার যুবদলের আহ্বায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, ছাত্রনেতা রুবেল হোসেন রতন। এ সময় প্রার্থীরা ভোটারদের কাছে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক জনাব শামসুজ্জোহা খানের, মনোনীত প্যানেলকে আগামী ১৯ তারিখে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। প্রার্থীরা ভোটারদের কাছে আরো বলেন ১৯ তারিখে আপনারা আমাদের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা কথা দিচ্ছি ফুলের মালা দিয়ে আপনাদেরকে সাধুবাদ জানাবো ইনশাল্লাহ।