টাঙ্গাইলের শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন তানবীর আহাম্মেদ
আঃ হালিম আতিক
জেলা প্রতিনিধি টাঙ্গাইল।
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ। সোমবার দুপুরে পুলিশ সুপার মো. মিজানুর রহমান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় তাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন।
হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামিদের দ্রুত সময়ে গ্রেফতার, মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের রহস্য উদঘাটনে অবদান রাখায় তাকে সম্মাননার জন্য মনোনীত করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ (ওসি) উপস্থিত ছিলেন।