1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
ধর্মপাশায় বাদশাগঞ্জ জামিয়া কাউসার মারকাযুল উলূম-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগের বিনিময় এই জমিনে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ হাসপাতালে যুবদল নেতা আলমকে দেখতে গেলেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ  শিবচরের সাবেক কৃষি কর্মকর্তা খোসরুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন সুন্দরগঞ্জে টাকায় প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধ*র্ষণ দীর্ঘ দের যুগ পর ফুটবল টুর্নামেন্ট সিজন (১)২০২৫ ইং মামুদ নগর নগর শ্মশান মাঠে অনুষ্ঠিত হয় চিরিরবন্দরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টেকনাফের আচারের প্যাকেটে ইয়াবা এক পাচারকারী আকট চারটি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে আপনার বাচ্চা কে টাইফয়েড জনিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে টিকা দিন

সৈয়দ হাসান আহমেদ খুবই নম্রভাসী,খুবই সদাচারী। কথা না বললে বুঝতাম না এতটা বিচক্ষণ।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

সৈয়দ হাসান আহমেদ
খুবই নম্রভাসী,খুবই সদাচারী।
কথা না বললে বুঝতাম না এতটা বিচক্ষণ।

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি।

১৯৩৬ সালে লেমুয়া মধ্যম চাঁদপুর গ্রামের এক সুনামধন্য পরিবারে,সৈয়দ হাসান আহমেদ সাহেব এর জন্ম।বলতে গেলে লেমুয়ার কৃতি সন্তানদের মধ্যে একজন তিনি।তার সুনাম, কর্ম দক্ষতা, শিক্ষা,রাজনীতি, দায়িত্ব সব কিছুতে তিনি ছিলেন অতন্ত্য পারদর্শী।সেই সুবাধে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্য সচিব, বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি গুরুতপূর্ণ মন্ত্রণালয়ের সাবেক সফল সচিব, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের সাবেক রাষ্টদূত, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ২০০১ সালের চার দলীয় জোটের অংশগ্রহণে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের কো-চেয়ারম্যান, ১/১১ সময়ে কারান্তরীন বেগম খালেদা জিয়ার নির্দেশনায় ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে বিএনপির পক্ষে দায়িত্ব পালন করে ছিলেন সফল কুটনীতিক সৈয়দ হাসান আহমেদ সাহেব।

স্বাধীনতা উত্তর বাংলাদেশের ‘প্রশাসনিক ও রাজনীতির সাইলেন্ট মিসাইল’ বর্ষিয়ান আমলা ও রাজনীতির নিভৃত বিদগ্ধ বোদ্ধা সৈয়দ হাসান আহমেদ সাহেব আমাদের সূর্য সন্তান।

এ ছাড়াো তিনি ১৯৫৯ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগ দেন। বর্ণাঢ্য চাকুরী জীবনের শেষ পর্যায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর (বেগম খালেদা জিয়া) মুখ্য সচিব পদ থেকে তিনি অবসরে যান।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি ময়মনসিংহের মহকুমা প্রশাসক ছিলেন। স্বাধীনতা পরবর্তী কুমিল্লা ও চট্টগ্রামের জেলা প্রশাসক, স্বাস্থ্য সচিব, বাণিজ্য সচিব, পেট্টো বাংলার চেয়ারম্যান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা পরিচালক, রেলওয়ের মহাপরিচালক (ডিজি রেলওয়ে থাকাকালে তূর্ণা-নিশীথা ট্রেন দুটির নামকরণ করেছেন তিনি) যোগাযোগ সচিবসহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

আপাদমস্তক সততা, আদর্শ ও দেশপ্রেমের মূর্ত প্রতিক লেমুয়ার সন্তান সৈয়দ হাসান আহমেদ সাহেব।

বাংলাদেশের সড়ক ও জনপদের আওতাধীন নির্মিত রেস্টহাউজ গুলো তার অবদান।

এ ছাড়া লেমুয়াকে বিভক্তকারী কালিদাস পাহালিয়া নদীর উপর সাবেক নির্মিত, ঐতিহ্যবাহী বেইলী ব্রিজ নির্মানে তার অবদান ছিলো অপরিসীম।পাশাপাশি লেমুয়ার উন্নয়নে তার প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অনেক অবদান রয়েছে।

তার এসব অবদান কখনো ভুলার নয়,বরং আগামী প্রজন্মকে তিনি দিয়ে গেছেন কিভাবে সঠিকভাবে দায়িত্ব নিয়ে সবার মনে জায়গা করে নিতে হয়।

প্রসঙ্গত:বর্তমানে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে, আমেরিকার নিউইয়র্কে মেয়ের বাসায় চিকিৎসাধীন আছেন। উল্লেখ্য যে তাঁর মেয়ে আমেরিকার গবেষণা সংস্থা নাসায় বিজ্ঞানী হিসেবে দুই যুগের বেশি সময় ধরে কর্মরত আছেন।

সর্বশেষ মহান সৃষ্টিকর্তার নিকট তার জন্য এবং তার পরিবারের জন্য দোয়া ও প্রার্থনা করি।

আমরা চাই এরকম শ্রেষ্ঠ সন্তানের জন্ম আমাদের লেমুয়াতে আরো হোক।যাদের উচিলায় আমরা যেনো গর্ব করে সারাদেশে বলতে পারি, দেখো ভাই আমাদের লেমুয়ার কৃতি সন্তান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট