সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আবারো হাসপাতালে,দেশবাসীর দোয়া চেয়েছেন স্বজনরা
আরাফাত ভূঁইয়া শান্ত
জেলা, প্রতিনিধি, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের পাঁচবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হাই-এর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বেলা ১২টার দিকে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মো. আব্দুল হাই-এর জ্যেষ্ঠ সন্তান মো. ইফতেখারুল আলম রিপন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বাবার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশবাসীর কাছে বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
এদিকে জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালের খোঁজ-খবর নিচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন।
জনপ্রিয় রাজনৈতিক হিসেবে পরিচিত মো. আব্দুল হাই দীর্ঘদিন মুন্সীগঞ্জের রাজনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব বহন করেছেন।