সাগরে বৈরবী আবহাওয়ায় ১ ফিশিং টলার ডুবির ঘটনা ঘটেছে
প্রতিনিধিঃ মহিউদ্দীন কুতুবী, উপজেলা কুতুবদিয়া।
বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার এফ,বি মায়ের দোয়া নামক একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গত রবিবার (৯ জুলাই) রাত সাড়ে ৮টা দিকে কুতুবদিয়া উপজেলা অদুরে এই ঘটনা ঘটে।
সোমবার (১০ জুলাই) উপজেলার সাবেক মৎসবীজ ফেডারেশনের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে মাছ ধরার উদ্দেশ্য রউনা হয় শনিবার থেকে বাতাসের তীব্রতা বাড়ালে ঘাটে চলে আসার মাঝ পথে ঝড়ের কবলে পড়ে মোঃ আলতাজ হোছেন,এর মালিকানাধীন ‘এফ,বি মায়ের দোয়া’ নামক ট্রলারটি। ট্রলারটিতে থাকা ৮ জন জেলেকে একই উপজেলা কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়নের একটি ফিশিং ট্রলার জীবিত উদ্ধার করে দ্বীপে নিয়ে আসেন, বোট টি উদ্ধার করা সম্ভব হয়নি।