মুন্সীগঞ্জে আড়িয়াল বিলের মাটি কাটায় দুইজনের জেল, ৩ লাখ টাকা জরি*মানা
আরাফাত ভূঁইয়া শান্ত
জেলা, প্রতিনিধি, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আলমপুর এলাকায় দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল ‘আড়িয়াল বিলে’র মাটি কাটার দায়ে দুইজনকে ১৫ দিনের জেল ও ৩ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
হাসাড়া ইউনিয়নের আলমপুর ঘাট এলাকায় মাটি কেটে ট্রলারে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটকের পর মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডাদেশ দেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল।
জানা যায়, অবৈধভাবে আড়িয়াল বিলের মাটি কেটে ট্রলারে করে সরবরাহ করছিলো একটি চক্র। রোববার তাদের হাতেনাতে ধরা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এ ২ জনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া লুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ একজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।