ফেনী পৌর লিবার্টি সুপার মার্কেট ব্যবহার উপযোগী নিশ্চিত করার লক্ষ্যে সেভেন রিং সিমেন্টের প্রতিনিধি দল- ফেনী
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি।
ফেনী পৌর লিবার্টি সুপার মার্কেট ব্যবহার উপযোগী নিশ্চিত করার লক্ষে সেভেন রিং সিমেন্টের প্রতিনিধি দল।চট্রগ্রাম হতে পৌর প্রশাসক মহোদয়ের নির্দেশে সেভেন রিং সিমেন্টের প্রতিনিধি দল (ইন্জিনিয়ারি) এসে রিভাউন্ড হ্যামার টেস্ট করেন, হ্যামার টেস্ট রেজাল্টের উপর ভিত্তি করে পুরাতন ওপুড়ে যাওয়া ভবন মেরামতের ব্যবস্হা নেয়া হবে....। এসময় উপস্থিত ছিলেন...ফেনী জেলা D.D.L.G (উপসচিব)উপ পরিচালক স্থানীয় সরকার ও ফেনী পৌরসভার প্রশাসক মহোদয়, জনাব গোলাম মোঃ বাতেন।
আরো উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন,
সহকারী প্রকৌশলী নাজিম উদ্দিন শামীম, সমাজ উন্নয়ন কর্মকর্তা নুর নবী পাটোয়ারী, কন্জারভেন্সী ইন্সপেক্টর ছরওয়ার জাহান,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ জাহিদুল আলম মজুমদার(ভিপি জাহিদ) সহ পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।