”ফলোআপ -চবি ছাত্র নিখোঁ*জের ছয় দিন”
তার দেহটা যেনো পাই সকলে দোয়া করবেন :- বললেন সাকিব
মো: কামরুল হাসান
বিশেষ প্রতিবেদক
কক্সবাজার
সাগরের রিত্র বুঝা বড় দায়, কখন কোন দিক থেকে আসে কোন দিকে যায়, কোন কূল ভাঙ্গে আর কোন কূল গড়ে, তেমনি করে ভেঙ্গে দিল সাকিব দম্পতির সুখের কূল, গত ৮ই আগষ্ট ২০২৫ তারিখ টা ভূলবে কিভাবে জানা নেই, এই দিন তর আদরের অরিত্র চলে গেল অজানার উদ্দেশ্যে, নেমেছিল ৫ বন্ধু সমুদ্র সৈকতে মনের আনন্দে গোসল করতে সেই গোসল করাই কাল হয়ে গেল তার জন্য । আজ ছয় দিন হয়ে গেল এখনও খোঁজ মেলেনি কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরিত্র হাসানের ।
গেলো সপ্তাহের মঙ্গল বার ৮ই আগষ্ট ২০২৫ কক্সবাজার জেলার রামু উপজেলার হিমছড়ি সৈকত এলাকায় সকাল ৭টায় গোসলে নেমে তিন বন্ধুসহ পানিতে ভেসে যান অরিত্র। এর মধ্যে এর কিছুক্ষণ পর অনতি দূরে সহপাঠি সাদমান রহমানের মরদেহ ভেসে আসে এবং একদিন পর নাজিরারটেক পয়েন্টে ভেসে আসে আরেক সহপাঠি আসিফ আহমদের মরদেহ। কিন্তু দূ:ভাগ্যের বিষয় এখনও খোঁজ মেলেনি অরিত্র হাসানের ।
অরিত্রের বাবা সাকিব হাসান বলেন :- আমার ছেলে কোথাও না কোথাও তো উঠছে, আমার বিশ্বাস সে ফোন করে বলবে বাবা আমি বেঁচে আছি, এমন মিরাকল হোক আমার সাথে।
যদি সৃষ্টি কর্তার ইচ্ছায় আমার ছেলের মৃত্যুও হয়, তার দেহটা যেনো আমি পাই আপনারা সকলেই দোয়া করেন – বলেন সাকিব হাসান।
এ পর্যন্ত থেমে নেই অরিত্রের উদ্ধার অভিযান, শনিবার ড্রোন উড়িয়ে অরিত্রের সন্ধান চালিয়েছিলো বিমান বাহিনীর উদ্ধারকারী একটি দল। রোববারও ভোর থেকে দ্রুত জলযান (স্পীড বোট) নিয়ে ফের সন্ধানে নামে সি সেইফ লাইফ গার্ডের একটি দল।
সন্ধান দলে থাকা জ্যেষ্ঠ লাইফ গার্ড কর্মী মোহাম্মদ ওসমান জানান, উপকূলের স্থল, জল ও আকাশপথে সন্ধান চলছে বিরামহীন ভাবে গত ৬ দিন ধরেই, তন্নতন্ন করে সম্ভ্যাব্য প্রতিটা জায়গায় খোঁজ করা হচ্ছে ।
ওসমান বলেন, আজ ভোর ৪টায় বেরিয়েছি আমরা। জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে উদ্ধার চলছে অভিযান কাজ ।
উল্লেখ্য যে, প্রথম বর্ষের পরীক্ষা শেষে সোমবার কক্সবাজার বেড়াতে আসেন অরিত্র হাসানসহ তার ৫ বন্ধুর একটি দল ।