গোবিন্দগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে উভয় পক্ষের সং*ঘর্ষে আ*হত ৬
মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে চলমান দ্বন্দ্ব সংঘর্ষে রুপ নিলে উভয় পক্ষের ৬ জন রক্তাক্ত আহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে উপজেলা কামদিয়া ইউনিয়নের পুয়াগাড়ী গ্রামে। ওই গ্রামের রকি মণ্ডল এবং প্রতিবেশি আলী আকবর গংদের মধ্যে মারামারির ঘটনায় রকি মণ্ডল, তার চাচা জিয়ারুল, চাচাত ভাই মিল্লাত এবং চাচীকে রক্তাক্ত জখম হয়। এছাড়াও আলী আকবরদের দুই জন রক্তাক্ত জখম হলে আহত ৬জনই গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় উভয় পক্ষ থেকেই গোবিন্দগঞ্জ থানায় লিখিত এজাহার দিয়েছে।
জানা যায়, পুয়াগাড়ী মৌজার ১২২ খতিয়ানের ডিপি১২৫ এর সাবেগ ৬৪৩, হাল ১৫৮৯ দাগের ৩১ শতক জমির মধ্যে ২১শতক জমি নিয়ে উভয়ের মধ্যে আদালতে মামলা চলমান আছে। এরপরেও ঘটনার দিন সকালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় রকি মণ্ডলের বসত ঘরের বেড়াও ভাংচুর এবং তার চাচীকে গুরুতর রক্তাক্ত জখমসহ শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। পরে প্রতিবেশিরা এগিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
রকি মণ্ডল জানান, উল্লেখিত ২১ শতক জমি আমাদের প্রয়োজনীয় কাগজপত্রমূলে আমাদের ভোগদখলে থাকাকালে অভিযুক্তরা তা বেদখল করার চেষ্টা চালায়। তারা পর সম্পদ লোভী, আইন অমান্যকারী, ভূমি দস্যু ও দাঙ্গাবাজ সন্ত্রাসী। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি
বিষয়টিতে উভয়পক্ষের লিখিত এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।