গজারিয়ায় নৌপথে চাঁদা*বাজি পুলিশের অভি*যান।
মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি
চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন গজারিয়া থানার পুলিশ
গজারিয়া থানার আড়ালিয়া গ্রাম সংলগ্ন নদীপথে চাঁদাবাজি প্রতিরোধ ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন গজারিয়া থানার পুলিশ।
আজ রবিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আনোয়ার আলম আজাদের নেতৃত্বে ইঞ্জিন নৌকা (ট্রলার) নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার উত্তর সীমান্তবর্তী বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীর একটি শাখা নদীতে চলাচলকারী মালামাল ও পণ্যবাহী নৌযান সমূহে দিনের আলোয় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে একটি চক্র।
ওই নদীপথ অতিক্রমকারী নৌযানের মাঝি ও শ্রমিকেরা চাঁদা না দিলে শারীরিক আক্রমণের শিকার হতে হয়। নদীপথের নিরাপত্তা বিধান করাসহ সার্বিক দায়িত্বে থাকা নৌ-পুলিশের কার্যকর পদক্ষেপ না থাকায় ওই পথটি চাঁদাবাজ চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী একাধিক নৌ শ্রমিক।
সূত্র জানায়, স্থানীয় কিছু সংখ্যক রাজনৈতিক নেতাদের আশ্রয়ে ওই নৌপথে চাঁদাবাজি সংঘটিত হয়ে থাকে।
আওয়ামীলীগের আমলে স্থানীয় এক যুবলীগের নেতার বিরুদ্ধে চাঁদাবাজ চক্রটির নেপথ্যে কলকাঠি নাড়ার অভিযোগ থাকলেও, সম্প্রতি চাঁদাবাজ চক্রের একাধিক সদস্যের সাথে বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের কণ্ঠের একাধিক ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মনিরুজ্জামাম দাবি করছেন, “ছড়িয়ে পড়া ওই কণ্ঠ তার নয়। একই দলের রাজনৈতিক গ্রুপ তাকে হেয় করতে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।”
সম্প্রতি বালুয়াকান্দী ইউনিয়নের সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতা মনিরুজ্জামানের বিরুদ্ধ দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে।
চাঁদাবাজদের বিরুদ্ধ নৌপথে আজকের অভিযান পরিচালনার বিষয়ে গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, “নৌপথ নির্বিঘ্ন ও চাঁদাবাজ মুক্ত করতে আমাদের অভিযান চলমান থাকবে।”