মেহেদী হাসান খোকা বরিশাল ব্যুরো প্রধান
আগামী ১৮ জুলাই বিএনপির দেশ ব্যাপী মৌন মিছিল ও কালো ব্যাজ ধারন সফল করার লক্ষ্যে, বরিশাল মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অদ্য ১৪/০৭/’২৫ ইং তারিখ, বাদ আসর, সদর রোড বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই সময় বরিশাল মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন ১৮ জুলাইর মৌন মিছিল কালোবাজ ধারণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন -এ্যাড.রুহুল কবির রিজভী,সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব,বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও আহবায়ক,জুলাই-আগষ্ট গনঅভ্যুথ্থান,শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপনে আরো উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির
বিশেষ অতিথিঃ অধ্যাপক মোর্শেদ হাসান খান,গনশিক্ষা বিষয়ক সম্পাদক,বিএনপি-জাতীয় নির্বাহী কমিটি ও সদস্য সচিব,জুলাই-আগষ্ট গনঅভ্যুথ্থান,শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন কেন্দ্রীয় কমিটি।
কর্মসূচির তারিখ ও সময়ঃ
-১৮/০৭/‘২৫ইং,রোজ শুক্রবার সময়ঃ-বিকাল ৩ঃ৩০ মিনিট স্থানঃ- অশ্বিনীকুমার টাউন হল সদর রোড,বিএনপি কার্যালয়ের সম্মুখ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার সকল নেতা কর্মীদের থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।