নিজস্ব প্রতিনিধি
বহিষ্কার হওয়া যুবদলের উত্তরার সাবেক সাধারণ সম্পাদক মিলন ,
তার বিরুদ্ধে অভিযোগ হলো চাঁদাবাজি, দখল বাজি, সাধারণ মানুষকে মারধর করা থেকে আরো অনেক অন্যায় অত্যাচার, যদিও তার পোষা কিছু সমর্থকরা বলে এসব মিথ্যা, আসলেই কি তাই, ঘুরে ফিরে তার বিরুদ্ধে কেনো এসব অভিযোগ উঠে, প্রশ্নতো অনেক উত্তর দিবে কে,
এবার কি তার দল থেকে চিরতর বহিষ্কার হবেন তিনি, নাকি আবারও ছাড়া পেয়ে যুক্ত হবেন দলে,যাই হোক সাধারণ মানুষ শান্তি চাই
রাজধানীর উত্তরা ১০নং সেক্টরের সুইচগেট থেকে ৫ সহযোগী সহ আটক হোন, তার পর উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয় ।।