বিশাল আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো হা-ডু-ডু ফাইনাল ম্যাচ
মোঃ মাহবুবুল আলম । বিভাগীয় ব্যুরো চীফ ,ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলার, ফুলবাড়িয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নের” বটতলা মোড়ে “এক বিশাল হা-ডু- ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মফিজুল হক । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়কুল ইসলাম বাবুল। প্রধান অতিথি হিসেবে ছিলেন এটি,এম আকিব মাস্টার ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার মশিউর রহমান (মাসু )এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অসংখ্য নারী পুরুষের সমাগম হয়। ভবানীপুর ইউনিয়নের ৩ নং এবং ২ নং ওয়ার্ডের খেলোয়াড়দের মধ্যে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ২ নং ওয়ার্ড দুই এক পয়েন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলা শেষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, বর্তমানে যুবসমাজ গ্রাম বাংলার ঐতিহ্যকে হারাতে বসেছে ।এমন একটি আয়োজন নিঃসন্দেহে গ্রামের মানুষকে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। বর্তমানে যেখানে যুব সমাজ নানাবিদ নেশা দ্রব্য সেবন ,অনলাইন জুয়া খেলায় আশক্ত হয়ে সামাজিক অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে ।তাদেরকে সুস্থ বিনোদনের মধ্য দিয়ে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এইসব আয়োজনের বিকল্প নেই। অতিথিগণ আরো বলেন, গ্রামের সুস্থ বিনোদন আয়োজনে সর্বস্তরের লোক স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন। ভবিষ্যতে এমন উদ্যোগ গ্রহণ করার জন্য গ্রামের যুব সমাজকে সুপরামর্শদান করেন। পরিশেষে চ্যাম্পিয়ন দল ও খেলোয়ারদের পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।