শাব্বীর আহমদ শিবলী
গতকাল ১২ জুলাই শনিবার সন্ধায় বানিয়াচং উপজেলার ৮ নং খাগাউড়া ইউপির অন্তগত ধুলিয়া বাজার ব্রীজে সন্ধ্যায় এক ভয়াবহ কাতি হয়।
জিয়াউর রহমান পিতা মৃত আব্দুল জলিল, তার মায়ের সিন্নি করার উদ্যেশ্যে ২ কেয়ার জমি বিক্রির সাত লক্ষ টাকা নিয়ে বাড়িতে যাওয়ার পথে আগে থেকে উৎপেতে থাকা ডাকাত দলের করলে পড়েন। ডাকাতরা আগে থেকেই জানতো সে জমি বিক্রির টাকা নিয়ে যাচ্ছে।
ধুলিয়া গ্রামের বাজরের সন্নিকট ব্রিজে রাস্তা আটকিয়ে এলো পাতারি ভাবে কুপিয়ে আহত করে সাথে থাকা ৭ লক্ষ্য টাকা ও ২টি এন্ড্রয়েড মোবাইল নিয়ে পালিয়ে যেতে চাইলে এবং ভিকটিম প্রাণে বাঁচতে দৌড়ে চিৎকার দিয়ে আবদুল মুবিনের দোকানে আশ্রয় নেয়। ডাকাতরা সেখানে ও আক্রমণ করে এতে ভিকটিম ও আশ্বব মিয়া গুরুতর জখম হয়। হবিগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে রুগী আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সিলেট উসমানী হসপিটালে রেফার্ড করেন। চিৎকার শুনে স্থানীয় জনগণ এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা কয়েকজন ডাকাত কে সনাক্ত করতে পেরেছেন বলে জানা গেছে । ডাকাতরা হলেন-
১/খালেদ আহমদ (৩০) ২/লোকমান আহমদ (২৫) ৩/সালমান আহমদ (২৭)পিতা ফরিদ মিয়া , ধুলিয়া এবং জাকারিয়া (২৪) পিতা কদর মিয়া ও অজ্ঞাত নামা অনেক।
মামলার প্রস্তুতি চলছে বলে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে জানা গেছে।