তৃণমূল কল্যাণ সংস্থা (TKS)
গভঃ রেজি নং- গাই/সাদু- ১৫০৭/২০, এমআরএ সি: নং- ৪৫৭, এর অধিনে পরিচালিত ও স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃক অনুমোদিত একটি স্বাস্থ্যসেবা প্রকল্প। (TKS People’s Healthcare Services)
বেকার যুবক যুবতীরদের আত্মকর্মসংস্থান বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলায় কার্যক্রম পরিচালনার জন্য জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ করা হচ্ছে..
১), বিভাগীয় কর্মকর্তাঃ শিক্ষাগত যোগ্যতা- অনার্স / মাস্টার্স, (সমমান) সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের অবঃ প্রাপ্ত ( প্রথম/দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা) গন, টিম গঠন ও পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। পদের সংখ্যাঃ প্রতি বিভাগে – ০১ জন। বেতন-৩৫,৫০০/- এবং টিএডিএ সুবিধা পাবেন।
১), জোনাল ম্যানেজারঃ শিক্ষাগত যোগ্যতা বিএ/ সমমান, ( টিম গঠন ও পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য), পদের সংখ্যাঃ প্রতি জেলায় -০১ জন।
বেতন- ৩০.৫০০/- টাকা ও টিএডিএ সুবিধা পাবেন।
২), এরিয়া ম্যানেজারঃ শিক্ষাগত যোগ্যতা বিএ/ সমমান, (টিম গঠন ও পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য), পদের সংখ্যাঃ প্রতি থানায় -০১ জন।
বেতন- ২৪,৫০০/- টাকা ও মোটরসাইকেল সুবিধা পাবেন।
৩), ইউনিট ম্যানেজারঃ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি / সমমান, ( টিম গঠন ও পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য), পদের সংখ্যাঃ প্রতি ইউনিয়নে -০১ জন।
বেতনঃ ২২,৫০০/- টাকা ও মোটরসাইকেল সুবিধা পাবেন।
৪), সুপার ভাইজারঃ শিক্ষগত যোগ্যতা এইচএসসি / সমমান, ( টিম গঠন ও পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য), পদের সংখ্যাঃ প্রতি ইউনিয়নে -০৩ জন।
বেতনঃ ২০,৫০০/- টাকা ও বাইসাইকেল সুবিধা পাবেন।
৫), স্বাস্থ্য কর্মীঃ শিক্ষাগত যোগ্যতা নুুন্যতম এসএসসি পাশ/ স্বাস্থ্য সেবায় অভিজ্ঞতা সম্পন্ন, ট্রেনিং প্রাপ্ত বা পল্লী চিকিৎসকদের অগ্রাধিকার দেয়া হবে।
পদের সংখ্যাঃ প্রতি ওয়ার্ডে ০২ জন।
বেতনঃ ১৬,৫০০/- টাকা ও অন্যান্য সুবিধা পাবেন।
👉 অফিসের ঠিকানা বরাবর সরাসরি বা ডাকযোগে আবেদন পাঠাতে হবে, আবেদন এর সাথে সিভি, শিক্ষাগত যোগ্যতার সনদ এর ফটোকপি, ৪ কপি ছবি ও ৫৫০ টাকা ব্যাংক ড্রাফট ( অফেরত যোগ্য), সমাজ কল্যাণ সংস্থার অনুকূলে ( হিসাব নং- ১৬১৩৯০১০৫৫৪৬৪), প্রেরণ পূর্বক আবেদন পাঠাতে হবে।
বিঃ দ্রঃ সকল পদের জন্য (ফেরত যোগ্য ) নির্ধারিত জামানত আবশ্যক।
কোটাঃ নিয়োগের ক্ষেত্রে পেশাদার সাংবাদিক, সোস্যাল ওয়ার্কার ও তাদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে।
সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
যোগাযোগের ঠিকানাঃ রাজশাহী বিভাগঃ মোঃ ফয়সাল হোসেন রাজশাহী বিভাগীয় কর্মকর্তা ঠিকানাঃ নন্দনহাট, মোহনপুর, রাজশাহী।মোবাইল ফোন: ০১৭০৭-৯৪৪৯৭৭ ই-মেইল: fdrpressmedia777@gmail.com
রংপুর বিভাগঃ খন্দকার মোশাররফ হোসেন, রংপুর বিভাগীয় কর্মকর্তা। ঠিকানা- খন্দকার বাড়ী, দারোগার মোড়, সবুজ পাড়া, সাতগাড়া, রংপুর মহানগর রংপুর। মোবাইল ০১৭৭৪৯৬৭৩৪৩,ইমেইল kmhossain12123@gmail.com
ফাউন্ডেশন অফিসঃ গোপালপুর, সাদুল্যাপুর, গাইবান্ধা। মোবাইলঃ+880 1778-831156-Whatsapp ইমেইলঃ shadullapurstks@gmail.com কর্পোরেট অফিসঃ বাড়ী নং- ৫৭২/কে অনলাইন গ্রুপ, ওয়াসি টাওয়ার ( লিফট – ৯), মাটিকাটা রোড ( ইসিবি চত্ত্বর), মিরপুর, ঢাকা-১২০৬
মোবাইলঃ 01793897231-WhatsApp 01339-277358-WhatsApp ইমেইল: tkshealthcarebd@gmail.com