1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
ধর্মপাশায় বাদশাগঞ্জ জামিয়া কাউসার মারকাযুল উলূম-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগের বিনিময় এই জমিনে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ হাসপাতালে যুবদল নেতা আলমকে দেখতে গেলেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ  শিবচরের সাবেক কৃষি কর্মকর্তা খোসরুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন সুন্দরগঞ্জে টাকায় প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধ*র্ষণ দীর্ঘ দের যুগ পর ফুটবল টুর্নামেন্ট সিজন (১)২০২৫ ইং মামুদ নগর নগর শ্মশান মাঠে অনুষ্ঠিত হয় চিরিরবন্দরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টেকনাফের আচারের প্যাকেটে ইয়াবা এক পাচারকারী আকট চারটি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে আপনার বাচ্চা কে টাইফয়েড জনিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে টিকা দিন

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তিঃ

বিশেষ প্রতিবেদন 
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

তৃণমূল কল্যাণ সংস্থা (TKS)

গভঃ রেজি নং- গাই/সাদু- ১৫০৭/২০, এমআরএ সি: নং- ৪৫৭, এর অধিনে পরিচালিত ও স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃক অনুমোদিত একটি স্বাস্থ্যসেবা প্রকল্প। (TKS People’s Healthcare Services)

বেকার যুবক যুবতীরদের আত্মকর্মসংস্থান বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলায় কার্যক্রম পরিচালনার জন্য জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ করা হচ্ছে..

১), বিভাগীয় কর্মকর্তাঃ শিক্ষাগত যোগ্যতা- অনার্স / মাস্টার্স, (সমমান) সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের অবঃ প্রাপ্ত ( প্রথম/দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা) গন, টিম গঠন ও পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। পদের সংখ্যাঃ প্রতি বিভাগে – ০১ জন। বেতন-৩৫,৫০০/- এবং টিএডিএ সুবিধা পাবেন।

১), জোনাল ম্যানেজারঃ শিক্ষাগত যোগ্যতা বিএ/ সমমান, ( টিম গঠন ও পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য), পদের সংখ্যাঃ প্রতি জেলায় -০১ জন।

বেতন- ৩০.৫০০/- টাকা ও টিএডিএ সুবিধা পাবেন।

২), এরিয়া ম্যানেজারঃ শিক্ষাগত যোগ্যতা বিএ/ সমমান, (টিম গঠন ও পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য), পদের সংখ্যাঃ প্রতি থানায় -০১ জন।

বেতন- ২৪,৫০০/- টাকা ও মোটরসাইকেল সুবিধা পাবেন।

৩), ইউনিট ম্যানেজারঃ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি / সমমান, ( টিম গঠন ও পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য), পদের সংখ্যাঃ প্রতি ইউনিয়নে -০১ জন।

বেতনঃ ২২,৫০০/- টাকা ও মোটরসাইকেল সুবিধা পাবেন।

৪), সুপার ভাইজারঃ শিক্ষগত যোগ্যতা এইচএসসি / সমমান, ( টিম গঠন ও পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য), পদের সংখ্যাঃ প্রতি ইউনিয়নে -০৩ জন।

বেতনঃ ২০,৫০০/- টাকা ও বাইসাইকেল সুবিধা পাবেন।

৫), স্বাস্থ্য কর্মীঃ শিক্ষাগত যোগ্যতা নুুন্যতম এসএসসি পাশ/ স্বাস্থ্য সেবায় অভিজ্ঞতা সম্পন্ন, ট্রেনিং প্রাপ্ত বা পল্লী চিকিৎসকদের অগ্রাধিকার দেয়া হবে।

পদের সংখ্যাঃ প্রতি ওয়ার্ডে ০২ জন।

বেতনঃ ১৬,৫০০/- টাকা ও অন্যান্য সুবিধা পাবেন।

👉 অফিসের ঠিকানা বরাবর সরাসরি বা ডাকযোগে আবেদন পাঠাতে হবে, আবেদন এর সাথে সিভি, শিক্ষাগত যোগ্যতার সনদ এর ফটোকপি, ৪ কপি ছবি ও ৫৫০ টাকা ব্যাংক ড্রাফট ( অফেরত যোগ্য), সমাজ কল্যাণ সংস্থার অনুকূলে ( হিসাব নং- ১৬১৩৯০১০৫৫৪৬৪), প্রেরণ পূর্বক আবেদন পাঠাতে হবে।

বিঃ দ্রঃ সকল পদের জন্য (ফেরত যোগ্য ) নির্ধারিত জামানত আবশ্যক।

কোটাঃ নিয়োগের ক্ষেত্রে পেশাদার সাংবাদিক, সোস্যাল ওয়ার্কার ও তাদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে।

সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

যোগাযোগের ঠিকানাঃ রাজশাহী বিভাগঃ মোঃ ফয়সাল হোসেন রাজশাহী বিভাগীয় কর্মকর্তা ঠিকানাঃ নন্দনহাট, মোহনপুর, রাজশাহী।মোবাইল ফোন: ০১৭০৭-৯৪৪৯৭৭ ই-মেইল: fdrpressmedia777@gmail.com

রংপুর বিভাগঃ খন্দকার মোশাররফ হোসেন, রংপুর বিভাগীয় কর্মকর্তা। ঠিকানা- খন্দকার বাড়ী, দারোগার মোড়, সবুজ পাড়া, সাতগাড়া, রংপুর মহানগর রংপুর। মোবাইল ০১৭৭৪৯৬৭৩৪৩,ইমেইল kmhossain12123@gmail.com

ফাউন্ডেশন অফিসঃ গোপালপুর, সাদুল্যাপুর, গাইবান্ধা। মোবাইলঃ+880 1778-831156-Whatsapp ইমেইলঃ shadullapurstks@gmail.com কর্পোরেট অফিসঃ বাড়ী নং- ৫৭২/কে অনলাইন গ্রুপ, ওয়াসি টাওয়ার ( লিফট – ৯), মাটিকাটা রোড ( ইসিবি চত্ত্বর), মিরপুর, ঢাকা-১২০৬

মোবাইলঃ 01793897231-WhatsApp 01339-277358-WhatsApp ইমেইল: tkshealthcarebd@gmail.com

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট