ছোট্ট শিশুদের ঝগড়া কে কেন্দ্র করে লা*ঠি পেটায় প্রাণ গেল রহিস উদ্দিনের
মোঃ মাহবুবুল আলম। বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলার, ফুলবাড়িয়া থানার, এনায়েতপুর ইউনিয়নের , সোয়াইতপুর গ্রামের কোমর দিঘী এলাকায় আজ ১৩/০৭/২০২৫ ইং তারিখে, সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে পাশের বাড়ির “ইব্রাহিম মিয়ার “পরিবারের সদস্যদের লাঠিপেটায় প্রাণ গেল “রহিস উদ্দিনের”।
ফুলবাড়িয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ রোকনুজ্জামান ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে মোঃ: রহিস উদ্দিন(৫২) (পিতা হোসেন আলী মন্ডল) এর ছেলের সাথে খেলাধুলা করতেছিলো পাশের বাড়ির ইব্রাহিম মিয়ার ছোট ছেলে। খেলাধুলার একপর্যায়ে “রহিস উদ্দিনের ছেলের ছোঁড়া একটি মাটির ঢিল ইব্রাহিম মিয়া ঘরের চালে আঘাত করে ।এ সময় ইব্রাহিম মিয়ার পরিবারের সদস্যরা রহিস উদ্দিনের পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটি আরম্ভ করে।একসময় ইব্রাহিম মিয়ার পরিবার চরম উত্তেজিত হয়ে রহিস উদ্দিনের উপর লাঠি শুটা নিয়ে আক্রমণ করে। লাঠির বেদম প্রহারে রহিস উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে ।এ সময় ফুলবাড়িয়ার কর্তব্যরত পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রইস উদ্দিনকে মৃত ঘোষণা করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে জড়িত দুইজন নারী লাইলি বেগম, মুরশিদা খাতুন এবং একজন পুরুষ ইব্রাহিম মিয়ার ছোট ভাই ইউসুফকে আটক করে ফুলবাড়িয়া থানায় নিয়ে যায়। রহিস উদ্দিনের পরিবার ও এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন ।সেই সাথে খুনের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।