পুলক শেখ, বিশেষ প্রতিনিধি
১৩ জুলাই ২০২৫, রবিবার: চট্টগ্রাম ও ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৃথক দুটি অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদক ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল ১২ জুলাই ২০২৫, শনিবার রাতে এসব অভিযান পরিচালিত হয়।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার হাতিয়া এলাকায় ১২ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে একটি সিঙ্গেল ব্যারেল লোকাল গান, তিন রাউন্ড গুলি, ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় চিহ্নিত সন্ত্রাসী মো. আব্দুল্লাহ এবং মাদক ব্যবসায়ী মো. হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ময়মনসিংহের ভালুকা উপজেলার জীবনতলা বাজার এলাকায় একই রাতে আনুমানিক ২টার দিকে আরেকটি অভিযানে একটি ৯ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গোলাবারুদসহ মো. হাফিজ উদ্দিন নামে এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অভিযান অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তারা উল্লেখ করেছে।
সেনাবাহিনী সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে, যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদান করতে। এ ধরনের তথ্য অপরাধ দমনে সহায়ক ভূমিকা পালন করবে।
তথ্যসূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ