1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
ধর্মপাশায় বাদশাগঞ্জ জামিয়া কাউসার মারকাযুল উলূম-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগের বিনিময় এই জমিনে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ হাসপাতালে যুবদল নেতা আলমকে দেখতে গেলেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ  শিবচরের সাবেক কৃষি কর্মকর্তা খোসরুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন সুন্দরগঞ্জে টাকায় প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধ*র্ষণ দীর্ঘ দের যুগ পর ফুটবল টুর্নামেন্ট সিজন (১)২০২৫ ইং মামুদ নগর নগর শ্মশান মাঠে অনুষ্ঠিত হয় চিরিরবন্দরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টেকনাফের আচারের প্যাকেটে ইয়াবা এক পাচারকারী আকট চারটি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে আপনার বাচ্চা কে টাইফয়েড জনিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে টিকা দিন

ক্যান্সার আক্রান্ত শাজাহান শেখের পাশে ছাত্রশিবির: মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত———-

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

ক্যান্সার আক্রান্ত শাজাহান শেখের পাশে ছাত্রশিবির:

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত———-
——————–

মোহাম্মদ আব্দুল্লাহ
রুপসা, খুলনা প্রতিনিধি

দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন সংগ্রামে লড়ছেন খুলনার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা মোঃ শাজাহান শেখ (৪৮)। চিকিৎসার ব্যয়ভার বহনে হিমশিম খাচ্ছিলেন তিনি। এমন এক সংকটময় মুহূর্তে তার মানবিক প্রয়োজনে এগিয়ে আসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রূপসা উপজেলা পূর্ব শাখা।

শনিবার সকাল ৯টায় ছাত্রশিবির নেতৃবৃন্দ শাজাহান শেখের নিজ বাড়িতে গিয়ে তার হাতে চিকিৎসা সহায়তা হিসেবে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা তুলে দেন। এ সহায়তা ছিল শুধু একটি অর্থনৈতিক অনুদান নয়, বরং তা ছিল ভালোবাসা, দায়িত্ববোধ এবং সমাজের প্রতি এক সজাগ বিবেকের প্রকাশ।

১২ জুলাই শনিবার সকাল সাড়ে ৯ টায় ব্যাধি আক্রান্ত শাহজাহান শেখের বাড়িতে এ সহায়তা প্রদান করেন জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির,
অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আবু ইউসুফ ফকির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা জেলা উত্তরের অর্থ সম্পাদক মাওলানা আবু জাফর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রূপসা উপজেলা শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, শ্রমিক কল্যাণ ফেডারেশন, খুলনা জেলা শাখার সেক্রেটারি নাজিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রূপসা উপজেলা পূর্ব শাখার সভাপতি আল-আমিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রূপসা উপজেলা পূর্ব শাখার সেক্রেটারি তানিমুল ইসলাম শ্রাবণ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রূপসা উপজেলা শাখার ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম।

এছাড়াও ছাত্রশিবিরের অন্যান্য নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান মির্জা, আমজেদ হোসেন প্রান্ত, রিফাত বিন ইমন, মাহিন মুন্তাসীর, হাদিছুর রহমান বুলবুল প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো ইসলামী আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। তারা শাজাহান শেখের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সমাজের সামর্থ্যবানদেরও মানবিক সহযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।

এই মানবিক প্রচেষ্টা স্থানীয় মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। একে অপরের পাশে দাঁড়ানোর এমন প্রয়াস সমাজে মানবিকতার দীপ্ত আলো ছড়ায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট