সাপাহারে এসএসসি’র ফলাফলে শীর্ষে পাইলট উচ্চ বিদ্যালয়
মোঃ হামিদুর রহমান
সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শীর্ষ স্থান দখল করেছে ঐতিহ্যবাহী সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ।
উপজেলা শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ১৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে মাত্র একজন অকৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ অর্জন করেছে ১২১ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির সামগ্রিক পাসের হার ৯৯.৪৭ শতাংশ, যা উপজেলায় সর্বোচ্চ।
অপরদিকে, দ্বিতীয় অবস্থানে থাকা সাপাহার সদরের আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ থেকে অংশগ্রহণ করে ২১২ জন শিক্ষার্থী। পাস করেছে ২০৬ জন এবং অকৃতকার্য হয়েছে ৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন শিক্ষার্থী। এই প্রতিষ্ঠানের পাসের হার ৯৭.১৭ শতাংশ।
দুইটি প্রতিষ্ঠানের এ সাফল্যে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও গর্বের ছাপ লক্ষ্য করা গেছে। সুশিক্ষা বিস্তারে এ ধরণের ফলাফল উপজেলায় একটি ইতিবাচক ধারা তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
মোঃহামিদুর রহমান
মোবাইল নাম্বার ০১৭৪৮ ৯৬৩২৯৭