লেমুয়া ইউনিয়ন প্রতিনিয়ত মাদ*কের আসর বসে আতন্কে সাধারণ মানুষ
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি।
ফেনী সদর উপজেলার ৯নং লেমুয়া ইউনিয়নের বিভিন্ন স্হানে মাদকের আসর বসে।রীতিমতো নিয়মিত রুটিং অনুযায়ী মাদকের আসর বসে। প্রতিদিন সন্দার পর থেকে গভীর রাত পর্যন্ত লেমুয়া ইউনিয়নের বাজার,গলিপথ,ও লেমুয়া সাবেক ষ্টীল ব্রিজ এর পশ্চিম পাশে, আইসক্রিম প্যক্টরীর পিছনে মাদকসেবীদের আড্ডা বসে।গাঁজা,বাংলা মদ,ফেনসিডিল সহ নানা ধরনের মাদক প্রকাশ্যেই সেবন করা হচ্ছে। বিশেষ করে লেমুয়া হাইস্কুলের প্রধান শিক্ষক এর বাডি( লেমুয়া স্কুলের পাশে) গোশত হাটা,ভুমি অফিসের পিছনে,লেমুয়া বোর্ড অফিস সংলগ্ন এলাকায় রাত হলেই চলে মাদকের আসর।দক্ষিন লেমুয়া- ঘাট-ঘর রামপুর- রশিদের পুল,লেমুয়া- কসবা- মিঝিকেনা শাহাদাত এর দোকান এর আশপাশে,মজুমদারহাট, লেমুয়া- নেয়ামত পুর মমতাজ মিয়ারহাট সংলগ্ন ব্রিজ এর পাশে,লেমুয়া – চনুয়া ইট ভাটা গুলোতে এ সব কর্মকান্ড বেশী দেখা যায়।স্হানীয় কিছু চিহ্নত মাদক ব্যবসায়ী A হাত থেকে B-J হাত বদল হয়ে লেমুয়া ইউনিয়নে রমরমা মাদক ব্যবসা চলছে। মাদক সেবন অবস্থায় এ সব মাদক সেবন কারী মাতাল হয়ে চিৎকার -চেঁচামেচি ও উশৃংখল আচরণের কারণে সাধারণ মানুষের আতঙ্কিত হয়।এদের ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে পারেনা।স্হানীয় জনগণের অভিযোগ প্রশাসনের নাকের ডগায় এসব অসামাজিক কর্মকান্ডের কারণে যুব সমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পরছে।কিশোর ও তরুনদের একটি অংশ এদের অনুসরণ করে বিপদ গ্রস্থ হচ্ছে। ফলে চুরি,ছিনতাই, সহিংসতা মতো অপরাধ ও বাড়ছে।এলাকাবাসীর মতে,এসব মাদকসেবি ওব্যবসায়ীদের পরিচয় প্রশাসনের কাছে থাকলে ও এখনো কার্যকর কোন অভিযান চালানো হয়নি।এমতবস্থায় এলাকাবাসীর দাবী দ্রুত পুলিশি অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য জেলা পুলিশ সুপার ও প্রশাসন গোয়েন্দা তথ্য সংগ্রহ করে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন।