মলদ্বারে করে পাচার করতে যাওয়ার সময় ইয়া*বাসহ টেকনাফের দুই পাচা*রকারী আ*টক ।
মো: মোজাম্মেল হক:স্টাফ রিপোটার কক্সবাজার:
সুত্র জানায়, ১২জুলাই সকাল পৌনে ৭টারদিকে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী ১টি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবির সদস্যগণ কর্তৃক তল্লাশীর জন্য থামানো হয়। বিজিবি টহল দল কর্তৃক তল্লাশীকালে আরোহী টেকনাফ সদর ইউপির নাজির পাড়ার মোঃ ইউছুফ আলীর পুত্র নূর মোহাম্মদ (৪৯) হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামী স্বীকার করে যে, তার মলদারের মধ্যে ইয়াবা রয়েছে। পরে তার মলদারের মধ্যে হতে ২টি কালো রঙ্গের বায়ুবিরোধী প্যাকেট উদ্ধার করা হয়। যা গণনা করে ২হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
ধৃত আসামী আরো স্বীকার করে যে, উক্ত ইয়াবা টেকনাফ হতে ক্রয় করতঃ কক্সবাজারে বেশী দামে বিক্রেয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
এই ব্যাপারে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসিম উদ্দিন (পিএসসি) জানান,উখিয়া থানায় মামলা দায়ের করতঃ আটককৃত ইয়াবা ও ধৃত আসামী উক্ত থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।