বগুড়ায় জেলা বিএনপি অফিস ভাঙ*চুরের গুজব: দলীয় নেতাকর্মীদের অবস্থান
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়া শহরের নবাববাড়ি রোডে অবস্থিত বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুরের গুজব ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে দলের বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অফিসে অবস্থান নিতে শুরু করেন। ১২ জুলাই২০২৫ গুজব ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে একত্রিত হন। বর্তমানে সেখানে তারা দলীয় অবস্থান বজায় রেখেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে যে বিএনপি অফিসে হামলার চেষ্টা হতে পারে। তবে বিষয়টি যাচাই করে দেখা গেছে, এটি গুজব।
বগুড়া সদর থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। থানা সূত্রে জানা গেছে, “এ মুহূর্তে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।”এ ঘটনায় সাধারণ জনগণের মধ্যে কোনো আতঙ্ক লক্ষ্য করা যায়নি, তবে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।