ফেনীর মানুষ ক্ষুধার্ত নয় ফেনীর মানুষ ত্রান চাই না চাই টেকসই বাঁধ- নির্মাণ
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি।
ফেনী জেলার মানুষের জন্য ত্রান সাহায্যের প্রয়োজন নেই।আমরা চাই স্হায়ী ভাবে সমাধান হিসেবে দ্রুত বাঁধ নির্মাণ এবং পানি নিস্কাশনের ব্যবস্হা করা।বারবার ফেনীর নাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চাঁদাবাজি ফেনীর জনগণ মেনে নিবে-না। গত বছর ফেনীর বন্যাত্বদের নামে টাকা তুলে সে টাকা কোথায় খরচ করেছে সে, হিসাব ফেনী বাসীকে দেওয়া হয় নাই।শুনেছি এবার ও নাকি ফেনীর বন্যাত্বদের নাম দিয়ে কিছু অসাধু রাজনৈতিক দলের নেতা ও কিছু অসাধু ছাত্র টাকা তুলার পাঁয়তারা করছেন, ফেনীর মানুষ এবার আর ছাড় দিবেনা।আমরা চাই বর্তমান ডা. ইউনুস সরকার ফেনীর প্রতিটি নদীর বেড়ি-বাঁধ টেকসই করে নির্মান করবে।আমরা ফেনীবাসী ক্ষুধার্ত নই।ফেনীর টেক্সের টাকায় টেকসই বাঁধ- নির্মাণ চাই।আমরা ফেনী বাসী রেমিটেন্স যোদ্ধা ও বড় বড় শিল্পপতি ঞ্জানীগুনী লোক।এদের ট্যাক্স সরকারী কোষাগারে জমা হয়।সে টাকা দিয়ে ফেনীর উন্নয়ন ও টেকসই বাঁধ- নির্মান করা সম্ভব। লেমুয়া ইউনিয়ন বি এনপির সাবেক সভাপতি ও লেমুয়া ইউনিয়ের সাবেক চেয়ারম্যান ফেনী সদরের শ্রেষ্ট মনোনীত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফেরদৌস কৌরাইশী আক্ষেপ করে একথা গুলো বলেন ফেনীর মানুষ ক্ষুধার্ত নয়,ফেনীর মানুষ ত্রান চায় না।ফেনীর মানুষ চাই টেকসই বাঁধ-নির্মান।