1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ধর্মপাশায় বাদশাগঞ্জ জামিয়া কাউসার মারকাযুল উলূম-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগের বিনিময় এই জমিনে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ হাসপাতালে যুবদল নেতা আলমকে দেখতে গেলেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ  শিবচরের সাবেক কৃষি কর্মকর্তা খোসরুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন সুন্দরগঞ্জে টাকায় প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধ*র্ষণ দীর্ঘ দের যুগ পর ফুটবল টুর্নামেন্ট সিজন (১)২০২৫ ইং মামুদ নগর নগর শ্মশান মাঠে অনুষ্ঠিত হয় চিরিরবন্দরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টেকনাফের আচারের প্যাকেটে ইয়াবা এক পাচারকারী আকট চারটি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে আপনার বাচ্চা কে টাইফয়েড জনিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে টিকা দিন

দিগপাইত মানব সেবা রক্তদান ফাউন্ডেশন এর আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

দিগপাইত মানব সেবা রক্তদান ফাউন্ডেশন এর আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়।

মোঃ আনোয়ার হোসাইন বিশেষ প্রতিনিধি জামালপুর।

জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আজ ১২ ই জুলাই (শনিবার) দিগপাইত মানব সেবা রক্তদান ফাউন্ডেশন এর আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মানবসেবায় এগিয়ে চলার লক্ষ্যে “বাংলাদেশ মানবসেবা রক্তদান ফাউন্ডেশন” এর উদ্যোগে এবং “যমুনা চক্ষু হাসপাতাল, জামালপুর” এর সহযোগিতায় একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই মহতী উদ্যোগের সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছে “সত্য ছায়া সামাজিক সংগঠন” এবং আয়োজনে “দিগপাইত মানবসেবা রক্তদান ফাউন্ডেশন”।
সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসার সুবিধা পৌঁছে দেওয়া এই ক্যাম্পের মূল উদ্দেশ্য। চোখের বিভিন্ন সমস্যা সনাক্তকরণ এবং প্রাথমিক চিকিৎসা প্রদানের মাধ্যমে দৃষ্টিশক্তি রক্ষা ও উন্নত করাই এর লক্ষ্য। এই ক্যাম্পে চক্ষু রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ প্রদান করা হবে।
এই ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ভূমিকা রাখে জামালপুর সেন্টার হাসপাতাল, জামালপুর যমুনা চক্ষু হাসপাতাল, ন্যাশনাল রাইস মিল (ছোনটিয়া বাজার) ও মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসা।
দিগপাইত মানব সেবা রক্তদান ফাউন্ডেশন এর (উপদেষ্টা) সুমন আহম্মেদ, ও চঞ্চল আহম্মেদ, সংগঠনের সভাপতি শাকিল আহম্মেদ, এবং রাজু আহম্মেদ অর্থ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত থেকে ক্যাম্পটি পরিচালনা করেন।
এছাড়াও উক্ত ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন সত্য ছায়া সামাজিক সংগঠনের সভাপতি মোছাঃ নুসরাত জাহান রোমান ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম এবং সমাজ সেবক শাহিন মিয়া।

“এক সাথে হাত ধরি, মানব সেবায় এগিয়ে চলি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প নিঃসন্দেহে সমাজের দুঃস্থ মানুষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশা করা যায়, এই ক্যাম্পের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবেন এবং তাদের চোখের স্বাস্থ্য সুরক্ষায় এটি একটি ইতিবাচক ভূমিকা পালন করবে। এই ধরনের জনহিতকর কার্যক্রম সমাজের অন্যান্য সংগঠনকেও উৎসাহিত করবে বলে আশা করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট