মোঃ সুজন আহমেদ(পাবন) স্টাফ রিপোর্টার,
পাবনা জেলার চাটমোহর উপজেলার বেজপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি ও বিক্রয়ের অভিযোগ উঠেছে মো: হাছান (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি বেজপাড়া গ্রামের বাসিন্দা, পিতা আনসার আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো: হাছান দীর্ঘদিন ধরে বিভিন্ন রাসায়নিক দ্রব্য এবং শিশু খাদ্য ব্যবহার করে কৃত্রিম ও ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করে আসছেন। এভাবে প্রতিদিন হাজার হাজার টাকার ভেজাল দুধ বাজারে সরবরাহ করছেন তিনি। এতে জনস্বাস্থ্যের মারাত্মক হুমকি তৈরি হয়েছে, বিশেষ করে শিশুদের জন্য।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, “এভাবে চলতে থাকলে আমাদের সন্তানদের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে। আমরা দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
বিষয়টি তাৎক্ষণিকভাবে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং স্থানীয়ভাবে সম্মানিত ইউনো স্যারকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হয়েছে। তারা জানান, “বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি। অচিরেই সরেজমিনে গিয়ে তদন্ত করা হবে।”
এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই ভেজাল দুধ প্রস্তুতকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে জনস্বাস্থ্য রক্ষা করা হোক। একই সঙ্গে বাজারে দুধ পরীক্ষার ব্যবস্থা জোরদার করা প্রয়োজন বলে তারা মনে করেন।
চাটমোহর বেজপাড়ার মত এলাকায় যদি এমন ভেজাল কার্যক্রম চলতে পারে, তাহলে সারাদেশে এ ধরণের কার্যক্রম আরও বিস্তৃত হওয়ার শঙ্কা থেকেই যায়। এখন দেখার বিষয়—প্রশাসন কবে নাগাদ এই ভেজাল চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।