আল্-মামুন নাটোর জেলা প্রতিনিধি..
দীর্ঘ ৫০ বছরেও পাকাকরণ হয়নি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী চরাপাড়া গ্রামীণ রাস্তা। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। কর্দমাক্ত রাস্তায় যানচলাচল তো দূরের কথা হেঁটেও চলাচল করতেও বিপাকে পড়তে হয় এলাকাবাসীর। শুক্রবার বেলা ৩ টায় ওই রাস্তা পাকা করনের দাবীত মানববন্ধন করেছে গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ।
জানা গছ, বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী চরাপাড়া নদীর উত্তর পাড় থেকে মাসুদ মোল্লার বাড়ী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের এমন বেহাল অবস্থা। এই গ্রামে ১৫ হাজার গ্রামবাসী বসবাস করলেও পাকাকরণের আশ্বাস শুনতে হয়েছে তাদের। সেই আশ্বাস আলোর মুখ দেখেনি ৫০ বছরেও। ফলে সামান্য বৃষ্টি হলেই দুর্ভোগে পড়তে হয় গ্রামবাসীর।
ভ্যানচালক মানিক শেখ বলেন, সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা-পানি জমে। ভ্যানের চাকা ঘুরে না। উপার্জনও থাকে বন্ধ। এসময় ছেলে মেয়ে নিয়ে কষ্ট দিন পার করতে হয়।
বৃদ্ধা আনোয়ার হোসেন বলেন, নির্বাচন এলে প্রার্থীরা এ রাস্তাটি পাকাকরণের প্রতিশ্রুতি দেন। নির্বাচন চলে গেলে আর তাদের দেখা পাওয়া যায় না। রাস্তার কাদার কারনে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারিনা।
বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সুজা বলেন,জনগুরুত্বপুর্ন,অবহলি ত ওই রাস্তা এবং এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি তিনি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। আশা করছি দ্রুতই রাস্তাটি পাকা করণ হবে।