গজারিয়ায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার দিলেন কামরুজ্জামান রতন,
মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় দরিদ্র প্রতিবন্ধীদের হুইল চেয়ার উপহার দিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে শারীরিক প্রতিবন্ধী কে অত্যাধুনিক হুইল চেয়ার উপহার দেন। এসময় ভবেরচর ইউনিয়নের হাসপাতাল রোড, আপনার এলাকায় হুইল চেয়ার উপহার দেয়া হয়।
এসময় তিনি বলেন শারীরিক/মানুষিক প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই বাসিন্দা, এদের পাশে থাকার ইচ্ছা সবসময়ই আছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতা সাইফুল সিকদার,মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, উপজেলা বিএনপির নেতা হারুনর রশীদ, যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন রিমু,
ভবেরচর ইউনিয় বিএনপির নেতা নূরুল আমিন সরকার, বাউশিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল মেম্বার, রেজাউল করিম তারেক, আশরাফুল আলম সবুজ, যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বার, উপজেলেলা ছাত্রদলের আহব্বায়ক মিজানুর রহমান, ছাত্রদল নেতা দায়ান, জহির ফরহাদ, কৃষক দলের আহব্বায়ক রাসেল দেওয়ান, সদস্য সচিব তোফাজ্জল হোসেন, বিএনপি নেতা তাবারক মৃধা,
ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, উপজেলা জাসদ সভাপতি সোলাইমান সহ গজারিয়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বৃন্দ।