1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
ধর্মপাশায় বাদশাগঞ্জ জামিয়া কাউসার মারকাযুল উলূম-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগের বিনিময় এই জমিনে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ হাসপাতালে যুবদল নেতা আলমকে দেখতে গেলেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ  শিবচরের সাবেক কৃষি কর্মকর্তা খোসরুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন সুন্দরগঞ্জে টাকায় প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধ*র্ষণ দীর্ঘ দের যুগ পর ফুটবল টুর্নামেন্ট সিজন (১)২০২৫ ইং মামুদ নগর নগর শ্মশান মাঠে অনুষ্ঠিত হয় চিরিরবন্দরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টেকনাফের আচারের প্যাকেটে ইয়াবা এক পাচারকারী আকট চারটি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে আপনার বাচ্চা কে টাইফয়েড জনিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে টিকা দিন

গজারিয়ায় জুলাই বিপ্লব-নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

গজারিয়ায় জুলাই বিপ্লব-নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গজারিয়া উপজেলা শাখার আয়োজনে ফ্যাসিবাদবিরোধী ‘জুলাই বিপ্লব-নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মায়ামি ডিনার রেস্টুরেন্টের সামনে এ আয়োজন করা হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গজারিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. আল-আমিন সরকার। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মো. মুজিবুর রহমান সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আব্দুল্লাহ মাহবুব কাসেমী, সভাপতি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, গজারিয়া উপজেলা। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হাসান নাপরি, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, গজারিয়া উপজেলা; আলহাজ্ব মো. শাহজালাল, সভাপতি, জ্বীনি সংগঠন; মো. দুলাল মিয়া, সমস্য সচিব, জাতীয় শিক্ষক ফোরাম; মো. আসলাম সরকার, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এবং হাফেজ মো. এনামুল হক জাহিদ, সেক্রেটারি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গজারিয়া উপজেলা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৭ বছর ধরে চলমান আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী আচরণ, অন্যায়-অবিচার ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ আজ সোচ্চার। ইসলামী আন্দোলনের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করতে হবে। বক্তারা আরও বলেন, নৈতিক অবক্ষয় রোধ, সমাজ সংস্কার এবং মাদকমুক্ত ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী আন্দোলনের আদর্শকেই সামনে রেখে চলতে হবে।

পরে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পেটোয়া বাহিনীর হাতে শহিদ হওয়া সকল বীরদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সেই সঙ্গে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনাও করা হয়।

আয়োজকরা জানান, সমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের সভা-সমাবেশ ও দোয়া মাহফিল নিয়মিত আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট