আগামীকাল বাঁশখালীতে আসছেন পীর সাহেব চরমোনাই
মোহাম্মদ ফখরুল ইসলাম
(প্রতিনিধি বাঁশখালী উপজেলা)
আগামীকাল রবিবার (১৩ জুলাই২৫) বাঁশখালীতে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। আগামী রবিবার রাতে মুজাহিদ কমিটি বাঁশখালী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত জলদি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ময়দানে বিশাল ওয়াজ মাহফিলে আখেরী বয়ান করবেন। জানা যায় যে,
এদিন বিকেলে তিনি বাঁশখালী চাম্বলে আয়ান পার্ক কমিউনিটি সেন্টারে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে ওলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা র সিনিয়র দায়িত্বশীল ও জামিয়া হাফসা (রঃ) মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ারুল ইসলাম জানান যে , পীর সাহেব চরমোনাই হুজুরের আগমন উপলক্ষে বাঁশখালীতে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠন গুলোর উদ্যোগে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়েছে। চাম্বলে ওলামা সম্মেলনে বাঁশখালীর সহ চট্টগ্রামের শীর্ষ প্রায় সব আলেম ওলামা ও সুধীজনকে দাওয়াত দেয়া হয়েছে।এবং জলদি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠের মাহফিলের প্রস্তুতিও সম্পুর্ন। বৃষ্টি হলে মাহফিল মাঠে করা না গেলে বিকল্প কমিউনিটি সেন্টার বুকিং দেয়া হয়েছে। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া মহল্লায় পীর সাহেব চরমোনাইর আগমনে সাড়া পড়েছে। তিনি জানান, মাহফিল ও ওলামা সম্মেলনে ব্যাপক লোক সমাগমের বিষয়টি মাথায় রেখে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি পীর সাহেব চরমোনাই হুজুরের সফর সফল করতে বাঁশখালীর আলেম ওলামাসহ সর্ব শ্রেণীর তাওহীদি জনতার প্রতি আহবান জানান।